নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
লকডাউনকে উপেক্ষা করে রাস্তায় আড্ডা দেওয়ার খবর করার অপরাধে আহত দুই সাংবাদিক। গত কয়েকদিন আগে ঘটনাটি ঘটে শিলিগুড়ির ভক্তিনগর থানা অন্তর্গত ঘুগনি মোড় এলাকায়। আর সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী, ভক্তিনগর এলাকায় অভিযান চালায়। আর এরপরেই সেখান থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায় ধৃতের নাম নাম প্রণব পাল। সে ভক্তিনগর এলাকারই বাসিন্দা। প্রসঙ্গত, গত তিনদিন আগে শিলিগুড়ির ঘুঘনি মোড়ে লকডাউন অমান্য করে ছয়জন যুবক আড্ডা দিচ্ছিল। ঠিক সেই সময় এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সাংবাদিক ও চিত্র সাংবাদিক। এরপর ছবি করতে গেলে এক সাংবাদিক ও চিত্র সাংবাদিককে মারধর করে এবং ক্যামেরাও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্তরা।
আরও পড়ুনঃ লকডাউনে বন্ধ ব্যবসা, সাহায্যের আর্জি ব্যবসায়ীদের
এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত সাংবাদিকরা। তারপর থেকেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপর গতকাল গভীর রাতে একজনকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি ধৃত প্রণব পালকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের পাকড়াও করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584