কম্পিউটারের প্রোগ্রামিং পাল্টে ৩৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে গ্রেফতার ১

0
74

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

ই-ওয়ালেট সংস্থার কম্পিউটারে প্রোগ্রামিং বদলে দিয়ে ৩৬ লক্ষ টাকার জালিয়াতির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার পার্থসারথি সাহা নামে ওই ব্যক্তিকে মালদহ থেকে গ্রেফতার করেন লালবাজারের সাইবার থানার আধিকারিকরা।

Fraud
ছবি: সংগৃহীত

পুলিশ সূত্রে খবর, যে সংস্থা ওই ব্যক্তির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছে সেই সংস্থার ই-ওয়ালেটের মাধ্যমেও টাকার লেনদেন হয়। ওই ওয়ালেটের সঙ্গে কর্মরত রয়েছেন কয়েকজন ‘পার্টনার’। সাধারণ মানুষ ও বিভিন্ন বেসরকারি সংস্থা যাতে ওই ই-ওয়ালেটটি ব্যবহার করেন, তার প্রচার চালায় ওই ‘পার্টনার’রা।

এমনকী সংস্থার সঙ্গে ‘পার্টনার’দের এমনও চুক্তি হয় যে, ই-ওয়ালেটে টাকা জমা পড়ার সময় তার এক শতাংশ কমিশন হিসাবে পাবেন পার্টনার। ওয়ালেটে টাকা পড়ার সঙ্গে সঙ্গে এক শতাংশ কমিশনের টাকা পার্টনারের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বাকি ৯৯ শতাংশ টাকা পাবে ওই ওয়ালেট সংস্থাটি। পুরো প্রক্রিয়াটি যাতে সহজে হয় সেই জন্য একটি সফ্টওয়্যারের সাহায্যে সংস্থার মূল কম্পিউটারে প্রোগ্রামিং করা আছে।

আরও পড়ুনঃ প্রস্তুত থাকতে হবে উপনির্বাচনের জন্য, ৬ জেলায় চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের

সংস্থাটির অভিযোগ, গত এক মাস ধরে সংস্থার কর্তারা দেখতে পান যে, ওয়ালেটে যত টাকা পড়ার কথা, তত টাকা পড়ছে না। বিশেষ করে একজন ‘পার্টনার’এর উপর তাঁদের সন্দেহ হয়। এরপরই তাঁরা কম্পিউটার পরীক্ষা করেন এবং জানতে পারেন যে পার্থসারথি সাহা নামে এক ‘পার্টনার’ কোনওভাবে কম্পিউটারের প্রোগ্রামিং বদলে ফেলেছেন। ফলে যেখানে তাঁর এক শতাংশ কমিশন পাওয়ার কথা, সেখানে ১০০ শতাংশ টাকা তাঁর অ্যাকাউন্টে চলে যাচ্ছে। অথচ, সংস্থার ওয়ালেটের অ্যাকাউন্টে কোনও টাকাই পড়ছে না। এরপরই ওই সংস্থা পার্থসারথি সাহা-র বিরুদ্ধে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুনঃ শুভেন্দুর বাড়ির এলাকায় আজ ফের সিআইডি, স্কেচ থেকে ভিডিওগ্রাফি করলেন তদন্তকারীরা

অভিযোগ, ই-ওয়ালেটের কম্পিউটারের প্রোগ্রমিং পাল্টে দিয়ে ৩৬ লক্ষ টাকা জালিয়াতি করেছেন ওই ব্যক্তি। এই ব্যাপারে ওই ব্যক্তিকে সংস্থার পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি যোগাযোগ করা বন্ধ করে দেন। এরপরই লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করে ওই সংস্থা। এই কথা জানতে পেরেই মালদহে পালিয়ে যান ওই ব্যক্তি। শুক্রবার সেখান থেকে সাইবার থানার আধিকারিকরা গ্রেফতার করে তাঁকে কলকাতায় নিয়ে আসেন। শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ধৃতকে ২৬ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রখার নির্দেশ দেন বিচারক। এই জালিয়াতির ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here