নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল রায়গঞ্জের এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের বাড়ি রায়গঞ্জ থানার রবীন্দ্রপল্লী এলাকায়। শুক্রবার গভীর রাতে করণদিঘির দোমোহনা ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এলাকা থেকে ২০০ বোতল সিরাপ সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই রাতে করণদিঘি থানার দোমোহনা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটরবাইক করে ২০০ বোতল কাফ সিরাফ নিয়ে যাচ্ছিলেন রবি শর্মা নামে যুবক। রাতে পাহারারত পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সিরাপের বৈধ কোন কাগজ দেখাতে পারেননি ওই যুবক। বেআইনিভাবে কাফ সিরাপ পাচার করার অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় ২০০ বোতল কাফ সিরাপ।
আরও পড়ুনঃ মালদহে করোনা ঘুম কেড়েছে প্রশাসনের
করণদিঘি থানার আই সি মলয় মজুমদার জানিয়েছেন, ওই যুবকের বিহার থেকে কাফ সিরাপ এনে রায়গঞ্জ ও হেমতাবাদে বিক্রি করার উদ্দেশ্য ছিল। এছাড়া বাংলাদেশেও সেগুলো পাচার করা হত। একটি মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584