হরষিৎ সিং,মালদা:জালনোট, ফেনসিডিল পাচার চক্রের পর মালদার কালিয়াচক এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এবার হদিশ মিলল বিরল প্রজাতির সরীসৃপ পাচার চক্রের। শুক্রবার ভোরে বৈষ্ঞবনগর থানার চরিঅনন্তপুর বিওপির ২৪ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা দুটি বিরল প্রজাতির সরীসৃপ সহ এক পাচারকারীকে গ্রেফতার করে। সীমান্ত বাহিনী সুত্রে জানা গিয়েছে, এদিন ভোরে সরীসৃপ দুটি পাচারের উদ্দশ্য সীমান্তের কাটা বেড়ার আশেপাশে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। পহারারত জওয়ানেরা তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করে সরীসৃপ দুটি। ঘটনায় ধৃতকে গ্রেফতার করে। এদিনি সীমান্ত বাহিনীর জওয়ানেরা সরীসৃপ দুটি সহ ধৃতকে মালদা জেলা বন দপ্তরের হাতে তুলে দেয়। বন দপ্তর সুত্রে জানাগিয়েছে ধৃত পাচারকারীর বাড়ি বৈষ্ঞবনগর থানা এলাকায়। উদ্ধার করা সরীসৃপ দুটির বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তবে কি কারণে সেগুলি পাচার করা হচ্ছিল তার তদন্তে নেমেছে বন দপ্তরের কর্তারা। এদিন বন দপ্তরের কর্তারা উদ্ধার করা সরীসৃপ দুটি বনে ছেড়ে দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584