সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ মুর্শিদাবাদ জেলার সদর বহরমপুরে বিপুল পরিমাণ মাদক এবং আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বহরমপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তি মুর্শিদাবাদের লালগোলা থানার উত্তরলাতিবারি গ্রামের বাসিন্দা, নাম আনিকুল ইসলাম, বয়স ৩৯ বছর।
বহরমপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে প্রায় ১০০ গ্রাম হেরোইন, ৪ কেজি হেরোইন তৈরি করার কেমিক্যাল, একটি পিস্তল এবং ২ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে কোথায় ওই ব্যক্তি হেরোইন এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল কিংবা হেরোইন ও আগ্নেয়াস্ত্র কোথাও পাচার করা হচ্ছিলো কিনা তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে বহরমপুর থানার পুলিশ প্রশাসন বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ শ্যুটিং কেরিয়ারে আশানুরূপ ফল না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিলেন জাতীয় স্তরের মহিলা শ্যুটার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584