রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
গাঁজা পাচার করতে গিয়ে গাঁজাসহ পুলিশের জালে এক পাচারকারি। চারশো কেজি উন্নতমানের গাঁজা সহ রাজস্থানের এক কন্টেনার চালককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পুলিশ।

গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতে নবগ্রামের সুকির মোড়ে পুলিশ ফাঁদ পেতে রেখেছিলো। নির্দিষ্ট সময় মুর্শিদাবাদ জেলার রেজিস্ট্রেশন নাম্বারের একটি বোলেরো গাড়িতে কন্টেনারটিকে নিয়ে আসতেই পুলিশ পথ আটকায় তাদের।
আরও পড়ুনঃ পুলিশি তৎপরতায় উদ্ধার লক্ষ্যাধিক টাকা, গ্রেফতার দুই ছিনতাইকারী
পাচারকারিরা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে ভোপাল সিং নামে রাজস্থান আমিরাবাদের বাসিন্দা ওই বোলেরো গাড়ির চালককে গ্রেফতার করা হয়। পরে উদ্ধার হওয়া কন্টেনারটি খুলে দেখা যায়, চা পাতার ভেতর পলিথিনের বড় বড় প্যাকেটে গাঁজা ভর্তি রয়েছে। যার ওজন প্রায় চারশো কেজি।
বর্তমানে বাজারদর আনুমানিক কুড়ি লক্ষ টাকা। এ বিষয়ে মুর্শিদাবাদের পুলিশ সুপার অজিত সিং যাদব জানিয়েছেন, মঙ্গলবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুরের বিশেষ মাদক আদালতে তোলা হবে। তবে পলাতকদের নাম পরিচয় উদ্ধার করার জন্যে ধৃতকে জেরা করা হবে।
এমনকি গাঁজাগুলো কিনে তারা কোথায় নিয়ে যাচ্ছিলো। এছাড়াও এদের সাথে আর কারা কারা জড়িত রয়েছে তার পূর্ণ তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584