খালিদ মুজতবা, রানীনগরঃ
আবারো আগ্নেয়াস্ত্র সহ ভারত – বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও চার রাউন্ড গুলি।
গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার এস আই স্বপন বর্মন ও এস আই দেবাশীষ ঘোষের নেতৃত্বে রাণীনগর থানা অন্তর্বর্তী ভারত-বাংলাদেশ সীমান্তের বর্ডারপাড়া গ্রামে রবিবার রাত্রে বিশেষ অভিযান চালায় রাণীনগর থানার পুলিশ।
পুলিশি অভিযানের সময় তাপস মন্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাপস মন্ডলের বাড়িতে তল্লাশি চলাকালীন তার ঘর থেকে দুটি ৭.৬৫ মিলিমিটার পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় সীমান্তবর্তী গ্রামগুলি থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়। অনেক সময়ে এই সকল অস্ত্রশস্ত্র গুলি ভারত থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে ভারতে আদান-প্রদান হয়। গোপন সূত্রে খবর পেয়ে বিভিন্ন সময় পুলিশ অস্ত্র সহ অস্ত্র ব্যবসায়ীদের গ্রেফতার করে।
আরও জানা গেছে, সীমান্তের গ্রামগুলিতে বাংলাদেশের অস্ত্র চোরাচালানকারীরা বিভিন্ন অসামাজিক কাজকর্মের জন্য অস্ত্র সরবরাহ করে। বিভিন্ন সময়ে পুলিশি অভিযানে সেই সকল অস্ত্র ধরা পড়ে।
আরও পড়ুনঃ সিতাইয়ে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ১
ধরা পড়ে অস্ত্র পাচারকারীরা। এই অস্ত্র পাচারকারীদের বরংবার নাস্তানাবুদ করে আসছে রাণীনগর থানার পুলিশ। কারণ এযাবৎ তারা প্রত্যেকটি পুলিশি অভিযানে সফলতা অর্জন করেছে।
অভিযুক্ত তাপস মণ্ডলকে সোমবার আদালতে তোলা হয়েছে। আদালত তাকে পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584