নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের ধনীরামপুর-২ গ্রাম পঞ্চায়েতের অধীন ফজলেরহাট এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শুক্রবার সেখান থেকে বেআইনি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, আটক ওই ব্যক্তির নাম সুকুমার রায়। এদিন তার কাছ থেকে ৭৪ টি ভুটানি ও দেশি মদের বোতল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খগেনহাট, ধনীরামপুর, ভাঙানি ও জটেশ্বরে একাধিক জায়গায় অভিযান চালায়। প্রত্যেকটি জায়গা থেকে বিপুল সংখ্যক মদ উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ লকডাউন উপেক্ষা করেই ভিড় রেশন দোকানে, উঠছে বিস্তর অভিযোগ
কিন্তু পুলিশ ধন্ধে পড়েছে, এই লক ডাউনের মাঝে এত বিপুল সংখ্যক মদের যোগান কোথা থেকে হচ্ছে। তবে পুলিশের অনুমান, চোরাপথে ভুটান থেকে মদ আনা হচ্ছে। পাশাপাশি মদের ডেলিভারি বয় ও বেআইনি কারবারের সঙ্গে যুক্তদের পাকড়াও করে এই খবর জানতে পেরেছে পুলিশ।
আরও পড়ুনঃ খুলল হাসপাতাল, বাড়ছে ভিড়
তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এরকম অভিযান চলতেই থাকবে। এ বিষয়ে জটেশ্বর ফাঁড়ির ইনচার্জ অরূপ বৈদ্য বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে ফজলেরহাট থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতে তোলা হবে।’ তবে লক ডাউনের মাঝে এতো সংখ্যক মদ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584