প্রীতম সরকার, রায়গঞ্জঃ
দেশে মহামারী আতংকে স্তব্ধ জনজীবন। আর এই লকডাউনের জেরে বন্ধ সমস্ত দোকানপাট। কিন্তু তারই মধ্যে খোলা রয়েছে খাদ্য সামগ্রীর বেশ কয়েকটি দোকান ও বাজারহাট। তবে খোলা থাকছে না মাদকজাত দ্রব্যের দোকান। আর এর জেরেই মাথায় হাত পরেছে মাদকজাত দ্রব্যের সাথে যুক্ত সুরারসিকদের।
কিন্তু এই লকডাউনের দিনেও ঘটল এক অঘটন। চোলাই মদ ও ইঁদুরের মাংস পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জের ফতেপুর এলাকায়। চেকপোষ্টে পুলিশের তল্লাসিতে ধরা পড়ে এই পাচারকারী।
আরও পড়ুনঃ লকডাউনে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি নেওয়ার প্রতিবাদে প্রহৃত ক্রেতা
বাইকে চেপে পাঁচটি জ্যারিকেন ভর্তি করে চোলাই মদ নিয়ে ওই যুবক কালিয়াগঞ্জের দিকে আসছিল।
তবে সুরারসিকদের গলা ভেজানোর এখন একমাত্র ভরসা চোলাই মদ।
বিলাতি মদের দোকান বন্ধ থাকায় লকডাউনে বেড়ে গিয়েছে চোলাই মদের কারবার।কিন্তু সমস্ত মদের দোকান বন্ধ থাকার পরও কোথা থেকে যুবক এই চোলাই মদ পেল তারই তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584