সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ভারত বাংলাদেশ সীমান্তে জলঙ্গী থানায় বিপুল পরিমাণে ফেন্সিডিল, আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি সহ এক মহিলাকে আটক করল পুলিশ।
গতকাল রাতে জলঙ্গী থানার ফরিদপুর অঞ্চলের ভাদুরিয়াপাড়া বাজারের কাছে গোপন সূত্রে খবর পেয়ে জলঙ্গি থানার ওসি সৌম্য দে সহ পুলিশ বাহিনী নিয়ে নাকা চেকিং করার সময় ওই মহিলাকে আটক করে। ডোমকল থেকে জলঙ্গি আসার সময় তল্লাশি চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিল, একটি পিস্তল ও একটি পাইপ গান সহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।
জানা গেছে, ধৃত মহিলার নাম সোনিয়া। বাড়ি জলঙ্গি থানার ঘোষপাড়া অঞ্চলে। আজ ধৃত ওই মহিলাকে জেলা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছেন পুলিশ বলে সূত্রের খবর। আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে কি না তার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।
আরও পড়ুনঃ কলকাতা থেকে শিলিগুড়ি ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু ব্যক্তির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584