সজীবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোররাতে মুর্শিদাবাদের রানীনগর থানার মুনসিপাড়া হাই স্কুল এর কাছে রানীনগর থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস সহ অন্যান্য পুলিশকর্মীরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আটক করে দ্বিজেন মন্ডল নামে ওই যুবককে তার কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩০০ বোতল ফেনসিডিল।
জানা যায়, দ্বিজেন মন্ডল সহ আরো কয়েকজন ফেনসিডিল নিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বর্ডারের দিকে। বাকীরা পুলিশ দেখে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবকের নাম দ্বিজেন, বাড়ি রানীনগর চকরাজাপুর এলাকায়।
ধৃতকে আজ জেলা আদালতে তোলা হলে বিচারপতির কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। কি কারনে ফেনসিডিল নিয়ে ওই এলাকায় দাঁড়িয়ে ছিল এবং যারা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের, খবরে ছবি তুলতে বাধা গ্রামবাসীদের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584