নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক জনের। ওই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও তিন জন। যা নিয়ে মালিদা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রঞ্জা আর কুড়াজুড়ির জঙ্গলের মাঝে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে পিড়াকাটা সংলগ্ন মালিদা থেকে একটি বাইকে করে শালবনির গদামৌলিতে ফুটবল খেলা দেখতে যাচ্ছিল ওই চারজন যুবক৷ ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তারা মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ওই বাইকটি।
আরও পড়ুনঃ মরণফাঁদ! বীরভূমের মোহাম্মদবাজারের দ্বারকা নদের ওপর সেতুতে বড় ফাটল
গুরুতর আহত হয় ওই চারজন যুবক। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় শংকর মুর্মু নামে প্রায় ২৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। অন্য তিন জন আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।
ওই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শালবনি ব্লকের পীড়াকাঁটা ফাঁড়ির পুলিশ শংকর মুর্মুর মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে মৃত ও আহত যুবকেরা একটি বাইকে ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। আহত তিন যুবকের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584