ছবি বিকৃত করে পোস্ট, ধৃত বিজেপি যুব নেতা

0
74

নিজস্ব সংবাদদাতা, আসানসোলঃ

আসানসোল পুরসভা বোর্ডের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগ উঠল বিজেপির যুব মোর্চার রাজ্য সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে। আসানসোল পুরসভার করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ন’টা নাগাদ বার্নপুর পুরানো হাটের বাড়ি থেকে পুলিশ বাপ্পাকে গ্রেফতার করে।

Bappa Chattarjee | newsfront.co
ধৃত বাপ্পা চট্টোপাধ্যায়

স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় আসানসোল পুরসভার মূল কার্যালয়ের একটি অংশের ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গিয়েছে আসানসোল পুরসভার মূল কার্যালয় তিনটি ভাষায় লেখা রয়েছে।

প্রথমে ইংরেজি, পরে উর্দু এবং সর্বশেষে হিন্দি। আসানসোল কর্পোরেশন লেখা এই বোর্ডে বাংলা ভাষা নেই কেন, এনিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সেই পোস্টটিকে বিজেপির আইটি সেল ও বিজেপি নেতারা ভাইরাল করে তোলেন।

Misleading post | newsfront.co
বিকৃত এবং প্রকৃত চিত্র। ছবিঃ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের টুইটার

বাংলা ভাষাকে বঞ্চনা করার অভিযোগে এই পোস্টটি আবার শেয়ার করেন বাপ্পা। এর কিছু পরেই আসানসোল পুরসভার মূল কার্যালয়ের পুরো ছবি প্রকাশ করে এই বিকৃত পোস্টটিকে কাউন্টার করে তৃণমূল ও বেশকিছু সংগঠন।

সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, যে বিকৃত ছবিটি পোস্ট করা হয়েছিল তার ওপরেই বড় হরফে বাংলায় আসানসোল পৌর নিগম লেখা রয়েছে। ইচ্ছাকৃতভাবে ভষাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি করা নিয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ করোনা বিদায় নিয়েছে, বিজেপিকে আটকাতেই লকডাউন করছেন দিদিমণিঃ দিলীপ ঘোষ

আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তিওয়ারি স্পষ্ট জানিয়েছিলেন, বিদ্বেষ ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্টকে কেন্দ্র করে আইনানুগ ব্যবস্থা নেবেন তাঁরা। মেয়রের কথা মতোই আসানসোল দক্ষিণ থানায় একটি মামলা রুজু করে আসানসোল পুরসভা।

সেই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে বিজেপি মোর্চার যুব নেতা বাপ্পাকে গ্রেফতার করে পুলিশ। যদিও বিজেপির দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই পুলিশকে ব্যবহার করছে তৃণমূল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here