মনিরুল হক, কোচবিহারঃ
দীর্ঘ প্রায় ৬ মাস পর উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে নরমে গরমে আধিকারিকদের সক্রিয় করার চেষ্টা চালালেন মমতা। সঙ্গে সতর্ক করলেন আসন্ন শারদোৎসবে করোনা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে।
করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের তৎপরতার জেরেই সাফল্য এসেছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তাদের কাজের এদিন ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। তারপরে বিজেপি নেতাদের একাংশ মনে করেন উত্তরবঙ্গে মমতা আসা মানেই সমস্ত গতিবিধি পরিবর্তন হতে পারে।
আরও পড়ুনঃ উত্তরে কল্পতরু বঙ্গ মুখ্যমন্ত্রী
তার জেরে বঙ্গ বিজেপির নির্দেশে উত্তরবঙ্গ জুড়ে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততদিন তারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারতীয় জনতা যুব মোর্চা বিক্ষোভ কর্মসূচি পালন করবে এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ জোনের নবান্ন ঘেরাও অভিযান চালাবে। সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন ভারতীয় জনতা যুব মোর্চার উত্তরবঙ্গ জোনের আহ্বায়ক অভিষেক সিংহানিয়া।
আরও পড়ুনঃ সরকারকে হুঁশিয়ারি!মাওবাদীদের হাতে নিহত পরিবারের সদস্যদের
মঙ্গলবার বিজেপির কোচবিহার জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে তার কটাক্ষ “মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র নাটক ও ছুটি কাটাতে উত্তরবঙ্গ সফরে এসেছেন। তিনি যতদিন উত্তরবঙ্গে থাকবেন ততদিন বিজেপির যুব মোর্চার কার্য কর্তারা উত্তরবঙ্গ জুড়ে তীব্র ধিক্কার কর্মসূচি চালাবে।” এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব মোর্চা সভাপতি অজয় কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।
এদিন অভিষেক সিংহানিয়া সাংবাদিক বৈঠকে বলেন, “এই ৯ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের জন্য কোন কিছুই করেনি। উত্তরবঙ্গের চা শিল্প ও পর্যটন শিল্পের বেহাল অবস্থা। তাই আমরা যুব মোর্চার সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন উত্তরবঙ্গে থাকবেন ততদিন বিক্ষোভের ঝড় তুলব। আমরা চাই না তিনি উত্তরবঙ্গে আসুক।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584