নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
২০২১-এর বিধানসভা নির্বাচণের আগে বারে বারে উত্তপ্ত হচ্ছে উত্তর ২৪ পরগণার ভাটপাড়া। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আবারও ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডে একটি পার্টি অফিসের সামনে গেরুয়া শিবিরের এক কর্মীকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। এরপরই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ওই দুষ্কৃতিরা এদিন বাইকে করেই এসেছিল। সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা গিয়েছে।
তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি ভাটপাড়া থানার পুলিশ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই একাজ করেছে বলে অভিযোগ বিজেপির। বিজেপি সাংসদ অর্জুন সিং বলেন, “বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করে চলে গেল কিছু দুষ্কৃতি। আর পুলিশ প্রশাসন এখনও কাউকে গ্রেফতার করতে পারলো না। কারণ ওঁদের হাত বাধা। তবে বেশি দিন চলবে না এইভাবে। ওঁদের হাত খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই যে এ কাজ করেছে তা একেবারে স্পষ্ট।”
আরও পড়ুনঃ রায়গঞ্জের হসপিটাল সুপারকে প্রাণনাশের হুমকি
অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করে ভাটপাড়ার তৃণমূল অবজারভার দেবজ্যোতি ঘোষ বলেন, “বিধানসভা নির্বাচণের আগে ভাটপাড়াকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। ভোটে যাতে সুবিধা পাওয়া যায় সেই কারণেই বিজেপি ভাটপাড়ায় অশান্তির সৃষ্টি করতে চাইছে। এত বোম পড়ছে গুলি চলছে তাতেও বিরোধী দলের কেউ আহত হন না। অতএব, বোঝাই যাচ্ছে যে এখানে একটা প্যানিক তৈরির চেষ্টা চলছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584