নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল ঘাটালে।গতকাল রাতে ঘাটালের মনসুকায় ঘটেছে ঘটনাটি। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে ৪-৫ জন বিজেপি কর্মী ঘাটাল থেকে বাড়ি ফিরছিল। রাত্রি ১০ টা নাগাদ বাড়ি ফেরার সময় মনসুকা চড়কতলার কাছে কিছু তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা তাদের বাইক আটকায়।
বাকিরা কোনভাবে পালিয়ে গেলেও তাদের মধ্যে দিপঙ্কর শাষমল নামে ১ জনকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। তারপর স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে আসে এবং থানায় খবর দেওয়া হয়। আজ আহত যুবককে দেখতে ঘাটাল হাসপাতালে যায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার দে,উত্তর মন্ডল সভাপতি তারক বেরা ও অন্যান্য কর্মীরা।
আরও পড়ুনঃ নো স্কুল নো ফি-এর দাবিতে উত্তাল বেহালা ন্যাশনাল জেমস, ঠাকুরপুকুর বিবেকানন্দ মিশন
রামকুমার দে বলেন, লোকসভা ভোটে বিজেপি লিড পাওয়ায় বেছে বেছে কিছু কুখ্যাত দুস্কৃতী দ্বারা সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আজ ঘাটাল থানায় তাদের নামে অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ। তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন বিজেপির ছেলেরা মুখ্যমন্ত্রীর নামে গালাগালি করেছিল। তবে মারধরের ঘটনা জানা নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584