শিয়ালা এলাকায় নারীর সাথে দুর্ব্যবহারের অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

0
79

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

মহিলাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ এক বিএসএফ জওয়ানের বালুরঘাট ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত শিয়ালা এলাকায়। অভিযোগ গতকাল শিয়ালা এলাকার বাসিন্দা শিউলি মালি সীমান্ত লাগোয়া তাদের জমিতে জমির শ্রমিকদের দেখতে গেলে ওই বিএসএফ শিউলি মালির কাছ থেকে তার মোবাইল নম্বর চায়।

BSF battalion | newsfront.co
প্রতীকী চিত্র

সেই নম্বর শিউলি মালি দিতে অস্বীকার করায় ওই বিএসএফ জওয়ান শিউলি মালিকে ক্যাম্পে ধরে নিয়ে যেতে চায় বলে অভিযোগ। পাশাপাশি ওই জওয়ানের বিরুদ্ধে অভিযোগ তিনি প্রতিনিয়ত গ্রামের যুবতীদের সাথে দুর্ব্যবহার করেন।

আরও পড়ুনঃ কলাইকুন্ডা এয়ারফোর্সের ঠিকা শ্রমিকদের ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলন

গ্রামের অপর এক যুবতী মানসী মালি অভিযোগ করে যে ওই জওয়ান কিছুদিন আগে সন্ধ্যা বেলায় তার সাথে দুর্ব্যবহার করে পাশাপাশি তার শরীরে হাত দেবার চেষ্টা করে ওই জওয়ান। সেই সময় ওইখান থেকে পালিয়ে এলে সেই যাত্রায় সে রক্ষা পায় বলে মানসী জানিয়েছেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে বর্তমানে অত্যাচারি হিটলারি শাসন চলছেঃ সায়ন্তন বসু

ওই এলাকার মানুষের কৃষিজমি শূন্যরেখা মাঝামাঝি এলাকায় থাকায় ওই জওয়ান সীমান্তের গেটে ওই এলাকার মানুষকে হেনস্থা করবে বলে হুমকিও দেয় বলে অভিযোগ।

কাঁটাতারের ভিতর জমি থাকায় ওই এলাকার মানুষ হেনস্থার ভয়ে কাওকে অভিযোগও জানাতে পারছে না। তাই ওই সুযোগে ওই জাওয়ান তার অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এখন দেখার ওই এলাকার বাসিন্দারা কিভাবে ওই অত্যাচারী বিএসএফের হাত থেকে রক্ষা পায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here