করোনাকে জয় করে বাড়ি ফিরলেন বিএসএফ কর্মী

0
45

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনাকে জয় করে এবার বাড়ি ফিরলেন বিএসএফ কর্মী। মঙ্গলবার রায়গঞ্জ কোভিড হাসপাতাল থেকে ওই বিএসএফ কর্মীকে ছেড়ে দেওয়া হয়। এই মুহূর্তে ২০ জন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।

covid hospital | newsfront.co
নিজস্ব চিত্র

বিএসএফ কর্মী জানান, তিনি ১১৯ নম্বর ব্যাটেলিয়ানে বিএসএফের চাকরি করেন। তিনি রাজস্থানে কর্মরত ছিলেন। গত মাসে গুজরাটে যেতে হয়েছিল। চলতি মাসের এক তারিখে দিল্লি থেকে কলকাতা ও কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছোন তিনি। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে কালিয়াগঞ্জের বাঘনবটতলী এলাকায় নিজের বাড়িতে যান।

আরও পড়ুনঃ মাহেশে নারায়ণ শিলাকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে গেলেন সাংসদ

গত ৩ জুন রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে লালারসের নমুনা দেওয়া হয়। ১২ জুন স্বাস্থ্য দফতরের কর্মীরা তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগে ভর্তি করেন। ১৫ তারিখে জানা যায়, তিনি করোনা আক্রান্ত। ১৬ তারিখ রায়গঞ্জ মেডিক্যাল কলেজের আইসোলেশন বিভাগ থেকে তাকে কোভিড হাসপাতালে ভর্তি করেন স্বাস্থ্য দফতরের কর্মীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here