নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
দু – একটি নয়, মোট ১০২টি এলপিজি পেট্রলিয়াম গ্যাস (রান্নার গ্যাস সিলিন্ডার) সমেত এক ব্যক্তিকে আটক করলো রায়গঞ্জ জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা।
শুক্রবার রাতে কালিয়াগঞ্জের মহেশপুর বাজার এলাকা থেকে পুলিশ আটক করে এই ব্যক্তিকে। ধৃত ব্যক্তির নাম এমাজুদ্দিন সরকার (৪২)। ধৃত ব্যবসায়ীর বাড়ি কালিয়াগঞ্জের মহেশপুর বাজার এলাকায়। জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ধৃতকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখার অভিযোগের ভিত্তিতে কালিয়াগঞ্জ থানায় মামলা চালু হয়েছে ধৃত গ্যাস ব্যবসায়ীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীকে মারধর, অভিযোগ তৃণমূলের দিকে
শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, করোনা আবহে তিনি এলাকাতে রান্নার গ্যাসের চোরাকারবার ফেঁদে বসেছিলেনে। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রান্নার গ্যাসের অবৈধ কারবারে যুক্ত কালিয়াগঞ্জে এই ব্যবসায়ীর বাড়ি ও দোকানে শুক্রবার রাতে হানা দেয় এনফোর্সমেন্ট শাখা।
আরও পড়ুনঃ পুরোনো বিবাদকে কেন্দ্র করে সুতিতে বোমাবাজি
কালিয়াগঞ্জ থানার পুলিশকে সঙ্গে নিয়ে এই অভিযানে ধৃতের দুটি বাড়ি থেকে ১০২ টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে ডি ই বি টিম। এর মধ্যে কয়েকটি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার ছিল। পাশাপাশি ধৃতের হেফাজত থেকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্রাহকদের নামে প্রচুর সংখ্যায় গ্যাসের বই উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সিলিন্ডারের অনেকগুলি গ্যাস ভর্তি ছিল বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584