নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এক মুড়ি বিক্রেতা করোনা সংক্রমিত হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের ফোয়ারা মোড় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ। পরে ওই বিক্রেতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

মালদহ শহরের প্রাণকেন্দ্র এই ফোয়ারা মোড়। লকডাউন শিথিল হতেই অবাধে চলছে দোকানপাট। রাস্তায় উপচে পড়া ভিড়। এদিন আচমকাই পুলিশকর্মীরা ফোয়ারা মোড়ের একটি খাবারের দোকান ঘিরে ফেলে ব্যবসায়ীকে আটক করেন। ব্যবসায়ী আটকের পর কৌতুহলী মানুষের ভিড় বাড়তে থাকলে পুলিশ তাঁদেরকে সরিয়ে দেয়।
আরও পড়ুনঃ বিধানসভার আগে তৃণমূলের নতুন ক্যাম্পেন ‘সোজা বাংলায় বলছি’
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ। করোনা সংক্রমিত সঙ্গে স্যানিটাইজ করা হয় এলাকা। পরে পুরসভার কোভিড অ্যাম্বুলেন্সে ওই সংক্রমিতকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুরের এই ঘটনায় শহরের ব্যস্ততম এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সংক্রমিত ওই মুড়ি বিক্রেতার বাড়ি বালুচর এলাকায়৷ কয়েকদিন আগেই তাঁর বাড়ির পাশে এক পরিবারের দুজন করোনায় সংক্রমিত হন। তারপরই ওই মুড়ি বিক্রেতার লালারসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যদফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584