নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জের এক মশলা ব্যবসায়ীর করোনা সংক্রমণের খবরে শহরের সবচেয়ে বড় মোহনবাটি বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। রায়গঞ্জ মোহনবাটি বাজারের এক মশলা ও কাজু-কিশমিশ ব্যবসায়ীর লালারস পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের খবর পাওয়ার পরেই বুধবার থেকে শনিবার পর্যন্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, ইতিমধ্যেই করোনা আক্রান্ত ব্যবসায়ীর দোকানের চারদিক ঘিরে দেওয়া হয়েছে ৷ আক্রান্ত ব্যক্তির পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে নতুন করে ৫ জন করোনা আক্রান্ত
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লালারসের নমুনা পরীক্ষা করানো হলে তার শরীরে করোনার হদিশ পাওয়া যায়। এরপরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পাশাপাশি তার নেতাজি পল্লির বাড়ি ঘিরে দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584