মনিরুল হক, কোচবিহারঃ
কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক সহ নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৫ জনকে পাঠানো হল হোম কোয়ারেন্টাইনে।

জানা গিয়েছে, গত ৫ জুন এক শিশুকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুদিন তার চিকিৎসা করা হয়। সর্দি-কাশিতে ওই শিশুর অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়িতে রেফার করা হয়। এরপর তার লালারস পরীক্ষা করা হলে সেই রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়। বুধবার রাতে সেই খবর জেলায় এলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ শিশু কন্যার জন্ম দিল করোনা আক্রান্ত মা
জানা গিয়েছে, ওই শিশুর চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী মিলিয়ে ১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আগামীকাল তাদের লালারস পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584