নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ৯ বছরের শিশুর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের দু’নম্বর বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের পাথরা গ্রামে। মৃত শিশুর নাম সৌভিক কারক। তার বয়স ৯ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে তার বাড়ির একটি সুইচ বোর্ডে চার্জ দেওয়ার জন্য একটি স্টিলের টর্চ দেওয়া ছিল। সে সুইচ বোর্ড থেকে স্টিলের ইলেকট্রিক টর্চ টি খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যায়। বিষয়টি জানতে পেরে দ্রুত তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুনঃ বাসস্ট্যান্ড থেকে মৃতদেহ উদ্ধার
ওই শিশুটিকে উদ্ধার করে স্থানীয় কেওয়াকোল গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ওই গ্রামে বন্ধ হয়ে যায় অম্বুবাচী অনুষ্ঠান।
এই ঘটনার ফলে গোটা গ্রাম ভেঙে পড়েছে। খবর পেয়ে শালবনি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সৌভিক কারকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। সেই সঙ্গে শালবনি থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584