নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাজার করে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। শুক্রবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত বামুহাহাট এলাকার গ্রামীণ সড়কে।
গুরুতর আহত অবস্থায় কিশোরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসার পর তাঁর মৃত্যু হয়। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ।
আরও পড়ুনঃ ছয় ফুট লম্বা কেউটে ধরল বন দফতরের কর্মীরা
পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম বিদ্যুৎ পাল (১৫)। সে স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। সাইকেল করে বাজার নিয়ে বাড়ি ফেরার সময় বাইকের ধাক্কায় গুরুতর আহত হয় সে।
এই ঘটনায় কর্ণজোড়া ফাঁড়িতে গাড়ির নম্বর দিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584