পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
বাংলা বছরের শুরুতেই কালবৈশাখীর তান্ডব আছড়ে পড়লো ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্ত আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের ভোরগাছি গ্রামে কালবৈশাখী ঝড়ের সময় বাজ পড়ে মোট চারটি পরিবারের সদস্যরা জখম হয়েছে।
যাদের মধ্যে সোহেল নামে এক শিশু গুরুতর জখম হওয়ায় তাঁকে ইসলামপুরের এক বেসরকারী নার্সিং হোমে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে। এছাড়াও বাজের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদের এডভেস্টার ভেঙ্গে বৈদ্যুতিক ওয়ারিং সব জ্বলে পুড়ে গিয়েছে।
ঘটনার খবর পেয়ে আগডিমটিখুন্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান নার্গিস বেগম ও ইসলামপুর ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেন ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এলাকা পরিদর্শন করেন।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদের জলঙ্গীতে গ্যাস দুর্নীতির অভিযোগ
এছাড়াও ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন। পাশাপাশি ইসলামপুরের বিডিওকেও বিষয়টি জানিয়ে ক্ষতিগ্রস্থ বাসিন্দাদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ব্লক তৃনমূল সভাপতি জাকির হোসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584