করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা মহামারীর জেরে কলকাতা পুলিশে তৃতীয় মৃত্যু। রবিবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ারের। কোভিডে আক্রান্ত হওয়ার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই নিয়ে দুই কনস্টেবল-সহ তিন জনের মৃত্যু হল কলকাতা পুলিশে। একইসঙ্গে জানা গিয়েছে, শুক্র এবং শনিবার দু’দিনে ১৭ জন পুলিশকর্মী করোনায় সংক্রামিত হয়েছেন।

Corona dead body | newsfront.co
প্রতীকী চিত্র

সূত্রের খবর, চলতি মাসের শুরুর দিকেই অসুস্থ হয়ে পড়েন বেলেঘাটারই বাসিন্দা বছর ৩৫-এর ওই সিভিক ভলান্টিয়ার। সাধারইত নিয়মিত ভাবে পার্ক সার্কাস কানেক্টরে ডিউটি করতেন তিনি। অসুস্থতার সঙ্গে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁকে বেলেঘাটা আই ডি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ ঐশ্বর্য, আরাধ্যার করোনা রিপোর্ট ইস্যুতে করা টুইট ডিলিট করলেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী

জানা গিয়েছে, এর আগেও ওই ট্রাফিক গার্ডের এক কর্মী করোনা আক্রান্ত হলেও সুস্থ হয়ে গিয়েছিলেন।লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত কলকাতা পুলিশের ৫৪৩ জন অফিসার-কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আবার ৪২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১৪ জন পুলিশকর্মী।

আরও পড়ুনঃ অপারেশন শেষ, সোপোর এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত

কলকাতার ২৮ টি কনটেনমেন্ট জোনে নজরদারি করতে গিয়েই সংক্রমণের শিকার হতে হচ্ছে পুলিশকর্মীদের। শুক্রবার এবং শনিবার করানোয় আক্রান্ত হয়েছেন কসবা থানার সাত পুলিশকর্মী। তাঁদের মধ্যে এক জন সাব ইনস্পেক্টর, দু’জন এএসআই, দু’জন কনস্টেবল এবং এক সিভিক ভলান্টিয়ার রয়েছেন। আলিপুর থানায় ৫ জন পুলিশকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার জোড়াবাগান ট্র্যাফিক গার্ডের দুই সার্জেন্ট-সহ ৪ পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের পরিবারের সদস্যেরাও আক্রান্ত হয়েছেন। লালবাজারের ট্রাফিক বিভাগের রির্জাভ অফিসারের এক পুলিশকর্মী আক্রান্ত হওয়ারও খবর পাওয়া গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here