ট্রাভেল এজেন্সির সাংবাদিক সম্মেলন

0
43

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

মহামারী করোনা সংক্রমণের জেরে নেহাত কোন বিশেষ কাজ ছাড়া মানুষ বাইরে বেরোতে চাইছে না। সরকারি নিয়ম নিষেধাজ্ঞার জেরে বহুদিন ধরেই মানুষ গৃহবন্দি। এর মাঝেই হু হু করে বাড়ছে করোনা সংক্রামণ। এমতাবস্থায় পর্যটন দফতরের টুরিস্ট বাসের এজেন্টরা একের পর এক বুকিং বাতিল করছেন।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

প্রতিবছর মানুষ একবার ছুটিতে কোন পর্যটন কেন্দ্রে ঘুরতে যাওয়ার জন্য টুরিস্ট বাস বুকিং করে রাখতেন। তা এবারে বিশবাঁও জলে। করোনা সংক্রমণের জেরে বুকিং করার কথা মানুষ ভাবছেন না একবারও। ফলে মাথায় হাত ট্রাভেল এজেন্সি এবং বাস কন্ডাক্টার থেকে খালাসীর।

পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ট্রাভেল এজেন্সি এক জায়গায় মিলিত হয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানান,পূর্ব মেদিনীপুর জেলায় ৩৩০ টি টুরিস্ট বাস রয়েছে। প্রায় ৭৬ টি টুরিস্ট এজেন্সি রয়েছে। এই বাস গুলির মালিকপক্ষ এখনও হতাশার মধ্যে মাথায় হাত দিয়ে ভুগছেন। প্রতিবছর বিভিন্ন পর্যটন কেন্দ্রে মানুষের বেড়াতে যাবার জন্য ব্যাপক হারে ভাড়া হত, তাছাড়া বিয়ে বাড়ির ভাড়া লেগেই থাকতো। করোনার আবহে সবই বন্ধ। লকডাউনে সব কিছু ভেস্তে গিয়েছে। সমস্ত বুকিং বাতিল করতে হয়েছে।

আরও পড়ুনঃ দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

তারা জানায় যে বাস গুলির যে সমস্ত ফাইন্যান্স রয়েছে, কিংবা মান্থলি ইনস্টলমেন্ট রয়েছে কিংবা যে সমস্ত লেবার,ড্রাইভার আছে তাদের বেতন দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। এই বিষয়ে অনুদানের জন্য তাই তারা সরকারের দ্বারস্থ হতে চান।মানবিক মুখ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার তারা আবেদন জানায়। বাস ওনার্সের একজন মালিক শুভঙ্কর কান্ডার বলেন , দীর্ঘদিন ধরে বাস গুলি বন্ধ থাকায় বাসের বিভিন্ন যন্ত্রাংশ খারাপ হয়ে গিয়েছে।

লেবার দের কিভাবে দীর্ঘদিন বেতন দেব? কিভাবে আমরা গাড়ির ইনস্টলমেন্ট দেব? নিজেদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। সরকার না নজর দিলে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।

আরও পড়ুনঃ লকডাউনে কর্মহীন যুবকের আত্মহত্যা

অপর এক ট্রাভেল এজেন্সি প্রশান্ত কুমার মাঝি বলেন ,দীর্ঘদিন ধরে বুকিং এর সমস্ত কাজকর্ম বন্ধ থাকায়, সংসারে টান পড়েছে। বাসের ড্রাইভার থেকে লেবার তারা অন্য পেশার সঙ্গে যুক্ত হতে বাধ্য হয়েছে। নিজেদের বাস গুলির মান রাখবো কি করে? কিভাবে মাসের কিস্তি দেব? গভীর হতাশায় আছি।

কবে আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে সেই দিকে তাকিয়ে ট্রাভেল এজেন্সি থেকে বাসের মালিক, ড্রাইভার এবং কন্ডাক্টাররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here