নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুরে বাজ পড়ে মৃত্যু হল এক কলেজ ছাত্রের। ছাত্র মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার ধলহরা গ্রামে।
স্থানীয় সূত্রে খবর, এই গ্রামের বাসিন্দা কলেজ পড়ুয়া প্রলয় খামরুই তার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বকছড়ি গ্রামে তাদের তিল চাষের জমিতে তিল গাছ কাটতে গিয়েছিল।
আরও পড়ুনঃ দক্ষিণ দিল্লির রাস্তায় মাথায় বন্দুক ঠেকিয়ে বিমান চালকের গাড়ি লুঠ
গাছ কাটার পর সে যখন সাইকেল নিয়ে রাস্তা দিয়ে আসছিল, ঠিক সেই সময় তার উপর বাজ পড়ে। সে মাটিতে পড়ে যায়। দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় বাসিন্দারা।
এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। প্রলয়ের মৃত্যুতে ধলহরা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584