নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বাবা মোবাইলের আবদার না মেটানোয় আত্মহত্যা করল যুবক। রেজিনগর থানার আদলবেড়িয়া কলোনি পাড়ার বাসিন্দা সনেট বিশ্বাস (২৩)। দিনমজুর বাবার কাছে দামী মোবাইল কিনে দেওয়ার জন্য আবদার করেছিল যুবক। যেখানে নুন আনতে পান্তা ফুরোয় সেখানে দিনমজুর বাবার পক্ষে মোবাইল কিনে দেওয়া দুঃসাধ্য ছিল।

তবুও সনেটের বাবা অংশপতি বিশ্বাস কিছুদিন পর মোবাইল কিনে দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু ছেলে তা মানতে রাজি হয়নি৷ অভিমানে বাড়ির পাশে বাগানে গিয়ে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে ১০ টা নাগাদ।
আরও পড়ুনঃ ধানক্ষেত থেকে উদ্ধার এক বৃদ্ধের মৃতদেহ
পরিবার সূত্রে খবর, বাবা চাষের কাজ করেন। অত্যন্ত দরিদ্র পরিবার। বেলডাঙা থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584