নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার থেকেই বিজেপি’র ‘পরিবর্তনের রথযাত্রা’ শুরু হয়েছে। আর বৃহস্পতিবারই (১১ ফেব্রুয়ারি) সকাল সকাল জেলা সদর মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত কুমার দাশের বিরুদ্ধে পোস্টার পড়ল! তাতে লেখা- “জেলা প্রেসিডেন্টের উদ্যোগে অর্থের বিনিময়ে পদাধিকার করা হচ্ছে। এতে দলের অমঙ্গল হচ্ছে।” আবার কোনও পোস্টারে লেখা, “পশ্চিম মেদিনীপুরে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক চিন্তাধারা যেপথে এগোচ্ছে, আগামীদিনে ভালো কর্মীদের বিশেষ দুর্ভাগ্য ছড়াচ্ছে।” লাল কালিতে লেখা প্রতিটি পোস্টারের নীচে নীল কালিতে লেখা- “ভারতীয় জনতা পার্টি সৎ ও সক্রিয় কর্মীগণ”। এনিয়ে বৃহস্পতিবার সকাল সকাল জেলা শহরে জল্পনা ছড়ায়! যাঁর বিরুদ্ধে এই পোস্টার পড়েছে, সেই পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি সমিত কুমার দাস হাসতে হাসতে উত্তর দিলেন, “হ্যাঁ আমি দেখলাম, হোয়াটসঅ্যাপে আমাকেও কেউ কেউ পাঠিয়েছে।
সাধারণ মানুষ বুঝতেই পারছে এসব কাদের কাজ। পায়ের তলা থেকে দুর্বৃত্তদের মাটি সরে যাচ্ছে, তাই ঐক্যবদ্ধ জেলা বিজেপি নেতৃত্ব’কে কলুষিত করার অপচেষ্টা করা হচ্ছে। আর, এর মূলে ওই পিকে বাহিনী। প্রথমে আমাদের বেশ কিছু জেলা নেতাকে টাকার প্রলোভন দেখিয়ে ভাঙানোর চেষ্টা করেছিল, কাজ হয়নি, এখন অসৎ উদ্দেশ্যে এই নোংরামি শুরু করেছে।
আরও পড়ুনঃ কোচবিহারে শাহ’র সভা থেকে ফেরার পথে দুর্ঘটনায় জখম ২
লাভ কিছু হবেনা, এতে বিজেপি আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হবে।” তিনি আরও বলেন, “পোস্টার দেখেই বোঝা যাচ্ছে, যারা বিজেপির সাংগঠনিক ভাবধারা সম্পর্কে অজ্ঞ, তারাই এসব করেছে। বিজেপিতে কোনও একজন কাউকে পদ দিতে পারেনা। এটা সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ দল, তাই সবকিছু সাংগঠনিক ভাবে নির্ধারিত হয়। তৃণমূলের মতো একক দল নয়!” তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে ওটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়েছে। ওই ঘটনার সাথে তৃণমূলের কোন সম্পর্ক নেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584