নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
স্বাস্থ্য কর্মীদের মারধর করে গা ঢাকা দিলেন করোনা আক্রান্ত। বাড়ি থেকে ওই করোনা আক্রান্তকে আর হাসপাতালে নিয়ে আসতে পারেন নি স্বাস্থ্য কর্মীরা। অ্যাম্বুলেন্সে তোলার সময়ে স্বাস্থ্য কর্মীদের মারধর করে পালিয়ে যায় সে। লালারসের রিপোর্ট পজিটিভ আসায় এক করোনা আক্রান্তকে কোভিড হাসপাতালে আনতে গিয়ে তুলকালাম কান্ড ঘটেছে রায়গঞ্জ ব্লকের বিরাইনখন্ড গ্রামে।
আক্রান্ত যুবকের নাম সাবের আলি। পজিটিভ রিপোর্ট পাওয়ার পরে তাঁকে নিয়ে আসতে তাঁর বাড়িতে পৌঁছোন স্বাস্থ্য কর্মীরা। করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মী ও অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মারধর করে পালিয়ে যান বলে অভিযোগ। রবিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের রুদ্রখন্ড গ্রামে।
আরও পড়ুনঃ মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির বিষধর সাপ উদ্ধার বাসিন্দাদের
করোনা আক্রান্ত ওই যুবক হরিয়ানার গুরুগ্রামে শ্রমিকের কাজ করতেন। ১৩ জুন রায়গঞ্জ ফিরে আসেন। ১৫ জুন তাঁর নমুনা পরীক্ষায় পাঠানো হয়। রবিবার তাঁর পজ়িটিভ রিপোর্ট এলে স্বাস্থ্যকর্মীরা তাঁকে আনতে তাঁর বাড়িতে গিয়েছিলেন। রবিবার মালদহ মেডিক্যাল কলেজ থেকে ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। ফোন নম্বর ও ঠিকানা ভুল থাকার জন্য দিনভর নাজেহাল হতে হয় স্বাস্থ্য দপ্তরের কর্মীদের। বিকালে তাঁর খোঁজ পাওয়া যায়।
স্বাস্থ্যকর্মীদের মারধর করার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় ইমাম সরিফুদ্দিন হকের বক্তব্য, ওই যুবক হাসপাতালে না যাওয়ায় বাসিন্দাদের মধ্যে করোনা সংক্রমণের আতঙ্ক ছড়িয়েছে। পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আক্রান্ত যুবকের খোঁজ চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584