নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ফের হাসপাতাল থেকে পালাল এক করোনা আক্রান্ত রোগী। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের উধম সিং নগর জেলার একটি হাসপাতালে। স্থানীয় পন্থনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অশোক কুমার বলেন, জ্বর হয়েছিল বছর ৩৩-এর ওই ব্যক্তির। জ্বর ছাড়াও অন্যান্য উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
এরপর ওই ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট পজিটিভ আসে। রবিবার রাতে সেকথা জানাতেই ওই ব্যক্তি হাসপাতাল থেকে পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে করোনা আক্রান্ত হওয়ায় ওই পলাতক ব্যক্তিকে গ্রেপ্তার করার আগে পুলিশকর্মীদের বিশেষ সুরক্ষা নিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী
উল্লেখ্য, করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে একাধিকবার হাসপাতাল ও কোয়ারেন্টাইন সেন্টার থেকে করোনা রোগী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। উধম সিং নগরের বাজপুর এলাকার একটি কোয়ারেন্টাইন সেন্টার থেকে মে মাসে ৯ জন করোনা আক্রান্ত পালিয়ে গেছিল বলে জানা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584