আলিপুরদুয়ারে পরীক্ষা করা এক ব্যক্তির লালারসে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

আলিপুরদুয়ারে সংগৃহীত আরো একজনের লালারসের নমুনায় কোভিড -১৯ পজেটিভ পাওয়া গেল। ফের আলিপুরদুয়ারে পরীক্ষা করা এক ব্যক্তির লালারসে মিলল করোনা ভাইরাসের উপস্থিতি। তবে কোভিড পজিটিভ ওই ব্যক্তি কলকাতার বাসিন্দা এবং এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

positive | newsfront.co
প্রতীকী চিত্র

জানা গেছে, কলকাতা থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন ও চিকিৎসা সামগ্রী নিয়ে এক গাড়ির চালক আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরে এসেছিলেন। নিয়ম মেনে তার লালারস সংগ্রহ করে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার তার রিপোর্ট পজেটিভ আসে। ওই দিনই মালপত্র নামিয়েই ওই চালক গাড়ি নিয়ে কলকাতায় ফিরে যান। সেই সংগে ওই ভ্যাক্সিনের গাড়ি আসার দিন স্বাস্থ্য দফতরের যেসব টেকনিসিয়ানরা ওই চালকের নমুনা সংগ্রহ করেছিলেন তাদের ও ভ্যাক্সিন বহনকারিরাদের কোয়ারান্টাইনে নিয়েগেছে জেলা স্বাস্থ্য দফতর।

জানা গিয়েছে বিভিন্ন জেলায় ভ্যাক্সিন দিতে দিতে ওই গাড়ি আলিপুরদুয়ারে এসেছিল। কিন্তু আলিপুরদুয়ারে এলে তার লালা রসের পরীক্ষার ব্যাবস্থা করে জেলা স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক পুরন শর্মা বলেন, “কোলকাতা থেকে ভ্যাক্সিন নিয়ে আসা গাড়ির চালকের কোভিড -১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে ওই ব্যাক্তি ভ্যাক্সিনের গাড়ি নিয়ে কোলকাতায় ফিরে গেছেন। ওই ব্যাক্তি থেকে আমাদের জেলায় সংক্রমণ ছড়ানোর কোন সম্ভাবনা নেই।”

উল্লেখ্য, এর আগে আলিপুরদুয়ার জেলায় ৪ জনের লালারসে কোভিড -১৯ পজেটিভ পাওয়া গিয়েছিল। তাদের মধ্যে একজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। ফের জেলায় সংগৃহীত লালারসের নমুনায় কোভিড -১৯ ধরা পড়ায় বিভিন্ন মহলে উদ্বেগ ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here