সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
কোভিড-১৯ এ আক্রান্ত আরও একজনের খোঁজ মিলল পূর্ব বর্ধমান জেলায়। উল্লেখ্য, গত শনিবার খণ্ডঘোষের বাদুলিয়া গ্রামে প্রথম এক আক্রান্ত ব্যক্তির নমুনায় করোনা সংক্রমণের পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। তখন প্রশাসন সূত্রে জানানো হয়েছিল, কলকাতার মেটিয়াবুরুজ থেকে এসেছিলেন ওই ব্যক্তি। এরপর ওই ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন, সে রকম মোট ৭১ জনকে চিহ্নিত করেছিল স্বাস্থ্য দফতর।
এমনকি তাঁদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এছাড়াও মোট ৪৫ জনের রক্ত ও লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। আর তার মধ্যেই এই বালিকা রিপোর্ট পজিটিভ এসেছে। অপরদিকে আর যাদের নেগেটিভ এসেছে, তাদেরকে অন্যত্র স্থানে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে ভ্রমণ করতে আসা আত্মীয়রা বাড়ির পরিবর্তে গেল কোয়ারেন্টাইনে
যদিও ইতিমধ্যেই এই গ্রামে ব্যারিকেড করার পাশাপাশি বহিরাহতদের গ্রামে ঢোকা রুখতে পুলিশ নজরদারি চালাচ্ছে।যদিও এদিন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, “করোনা আক্রান্ত এই বালিকা যাদের সংস্পর্শে এসেছে তাদের আলাদা করে রাখার ব্যবস্থা করা হচ্ছে”। এছাড়াও প্রশাসন সূত্রে বলা হচ্ছে, আতংকের কিছু নেই। পরিস্থিতির উপর সব সময় নজর রাখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584