এবার করোনা পজিটিভ রোগীর সন্ধান মিললো মালদহে

0
190

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

আর স্বস্তিতে থাকতে পারলো না উত্তরবঙ্গের মালদহ জেলা। সোমবার করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল মালদহে। এক শ্রমিকের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে গোটা জেলায়। মালদহের মানিকচকের ওই শ্রমিকের লালারস সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।

malda medical | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার বিকালে সেই রিপোর্ট আসার কথা ছিল। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। সোমবার আক্রান্ত শ্রমিককে শিলিগুড়ির কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দফতরের তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। জানা গিয়েছে, মানিকচকের ওই শ্রমিক উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে শ্রমিকের কাজে গিয়েছিলেন। লকডাউনে সেখানে আটকে পড়েন তিনি।

Transferred | newsfront.co
মালদার করোনা রোগীকে নর্থবেংগল মেডিক্যালে পাঠানো হচ্ছে। নিজস্ব চিত্র

গত ২৪ শে এপ্রিল মালদহে ফিরে কোয়ারান্টিন সেন্টারে ছিলেন। রবিবার মানিকচকের মোট ৯৪ জনের লালারস সংগ্রহ করা হয়। তাঁদের মধ্যে ওই শ্রমিকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় এক অঞ্চল প্রধান বলেন, ‘ওই শ্রমিক ২৩ এপ্রিল বারাসাত থেকে এলাকায় এসেছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে কোয়ারান্টিন সেন্টারে নিয়ে যায়। তাঁর লালারস পরীক্ষার পর করোনা ধরা পড়েছে বলে জানতে পেরেছি। এদিন বিকালেই প্রশাসনের তরফে ওই শ্রমিকের পরিবারের সদস্যদের কোয়ারান্টিন সেন্টারে পাঠানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here