নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক মৃত যুবকের দেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের বাড়ি চোপড়ার কালাগছে। চারদিন ধরে ওই যুবক জ্বর ও সর্দি-কাশিতে ভোগার কারণে ইসলামপুর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

করোনা পজিটিভ রয়েছে কিনা সেটা জানতে ও ময়নাতদন্তের জন্য ওই যুবকের দেহ ইসলামপুরের কোয়ারান্টিন সেন্টারের অ্যাম্বুল্যান্সে বুধবার গভীর রাতে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। আর মৃতদেহ ঢুকতেই আতঙ্ক সৃষ্টি হয় হাসপাতাল ক্যাম্পাসে।
আরও পড়ুনঃ বাড়িতে ফেরার পথে ফের মৃত্যু পরিযায়ী শ্রমিকের
ইসলামপুর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, মৃত যুবকের লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রায়গঞ্জ হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য, ‘লালারসের নমুনা পরীক্ষা ও ময়নাতদন্ত না করা পর্যন্ত মৃত্যুর কারণ সঠিকভাবে বলা সম্ভব নয়।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584