নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে এক ভবঘুরে মহিলাকে। বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জেলাশাসকের দপ্তর লাগোয়া এলাকা থেকে ওই মহিলাকে উদ্ধার করেন এক অ্যাম্বুলেন্স চালক। এরপর তিনি ওই মহিলাকে মেডিক্যালে নিয়ে এসে ভর্তি করে দেন।
আইসোলেশন বিভাগে কর্মরত চিকিৎসকের কথায়, ‘ওই ভবঘুরে মহিলার করোনা উপসর্গ থাকায় তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশনে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে।’
আরও পড়ুনঃ হাততালি-ফুলে করোনা জয়ী নার্স কন্যাকে অভ্যর্থনা নলডাঙ্গায়
রায়গঞ্জ মেডিক্যাল কলেজের নোডাল অফিসার বিপ্লব হালদার জানান, ‘ওই মহিলার নাম ও পরিচয় জানা যায়নি। আজ ওঁনার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584