পজিটিভ রিপোর্ট হাতে নিয়ে ঘুরে বেড়ালেন রোগী, চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে

0
55

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

করোনা পজিটিভ রিপোর্ট হাতে নিয়ে এক মহিলা ঘুরে বেড়ালেন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল চত্বরে। পরে আবার সে জরুরী বিভাগেও ঢুকে পড়েন। কিছুক্ষণ পরে বাইরে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন ওই মহিলা।গত কয়েকদিন আগে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে এসেছিল এক ব্যক্তি।

hospital | newsfront.co
নিজস্ব চিত্র

নমুনা টেস্ট করার পরে বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। তমলুক থানার উত্তর সাউতানচক এলাকার ওই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের তমলুক জেলা হাসপাতালে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।যে ব্যক্তির মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির মেয়েই করোনা পজেটিভ রিপোর্ট হাতে নিয়ে তমলুক জেলা হাসপাতাল চত্বর ঘুরে বেড়ালেন। প্রশ্ন উঠছে করোনা পজেটিভ ব্যক্তি কিভাবে ঘুরে বেড়াতে পারেন? আতঙ্কিত হয়েছেন অন্যান্য রোগীর পরিবারের বাড়ির লোকেরাও ৷ তাদের অভিযোগ এভাবে ঘুরে বেড়ালে করোনা সংক্রমণ আরও বেশি করে ছড়িয়ে পড়বে ৷

তবে এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের সুপার গোপাল চন্দ্র দাস বলেন কোন ব্যক্তির করোনা পজিটিভ হলে সেই ব্যক্তির নাম ওয়েব সাইডে তোলা হয়।তারপরেই ওই আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু এখানে দেখা গেল আক্রান্ত রোগী জরুরী বিভাগের বাইরে ঘোরাঘুরি করছেন।

আরও পড়ুনঃ ‘করোনায় এগিয়ে বাংলা’ রাজ্য সরকারকে কটাক্ষ দিলীপের

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও কোন চিকিৎসক পাশে এসে দাঁড়ান নি। সংবাদমাধ্যম বিষয়টি জেলাশাসককে জানালে, নড়েচড়ে বসেন জেলা স্বাস্থ্য দফতর । ওই রোগীকে বড়মা কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here