নিজস্ব সংবাদদাতা, কাশ্মীরঃ
শুক্রবার দুপুরের পর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহরা এলাকায় জঙ্গি আক্রমণে এক সিআরপিএফ জওয়ান ও এক ৪ বছরের শিশু নিহত হয়েছে।

আজ দুপুরের পর অনন্তনাগ জেলার বিজবেহরার পাড়শি বাগ এলাকায় জঙ্গিরা সিআরপিএফ জওয়ানদের ৯০ ব্যাটেলিয়ানের উপর হামলা করলে সিআরপিএফ জাওয়ান ও এক বছরের শিশু গুরুতরভাবে জখম হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ পুলওয়ামা এনকাউন্টারে ৩ জঙ্গি নিহত
নিহত সিআরপিএফ জাওয়ান এর নাম শ্যামল কুমার, অপরপক্ষে নিহত ৪ বছরের শিশুটি হল কুলগামের মাচো এলাকার ইয়াসিন ভাটের ছেলে নিহান ভাট।বিজবেহারার বিএমও জানান যে দু’জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584