১৪ বছরের মধ্যে রেকর্ড, সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা অর্থ প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা

0
117

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এলেই বিদেশ থেকে ভারতীয়দের কালো টাকা ফেরত আনা হবে। কিন্তু কার্যকালে তা হলো উল্টো, কালো টাকা ফেরত আসা তো দূরের কথা, মাত্র এক বছরে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা যা গত ১৪ বছরে সর্বোচ্চ।

ছবিঃ স্ক্রল।ইন

উল্লেখ্য, সুইস ব্যাঙ্কে কোন কোন ভারতীয়দের অ্যাকাউন্ট আছে, কারা কত টাকা জমা রেখেছেন,সে হিসেব কেন্দ্রকে অনেক আগেই তুলে দিয়েছে  সুইস ব্যাঙ্ক কর্তৃপক্ষ।সুইজারল্যান্ড ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন সারা বিশ্বের ৮৬ টি দেশের সরকারকে সেই দেশের নাগরিকদের সুইস ব্যাঙ্কে জমা অর্থের তথ্য জানায়, এই ৮৬ টি দেশের মধ্যে রয়েছে ভারতও।

আরও পড়ুনঃ ভারতীয় সেনাবাহিনীতে চুক্তি ভিত্তিক নিয়োগে ছাড়পত্র কেন্দ্রের, নয়া বাহিনী ‘অগ্নিপথ’

তথ্য অনুযায়ী, ২০১৮ সালের সুইস ব্যাঙ্কে  ভারতীয়দের আমানতের পরিমাণ ছিল ১২,৬১৫ কোটি টাকা। এই আমানত প্রায় অর্ধেক হয়ে যায় ২০১৯ সালে। সেই বছর সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ৮৯৯ মিলিয়ন সুইস ফ্রাঁ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬ হাজার ৬২৫ কোটি টাকা। এই অর্থের পরিমাণ ফের ২০২০ সালে এক ধাক্কায় বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৭০০ কোটি টাকা। এরপরে ২০২১ সালের শেষে  অর্থাৎ ভারতীয়দের সুইস ব্যাঙ্কের আমানত রেকর্ড পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ হাজার ৫০০ কোটি টাকা।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here