‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন কি আদৌ পূরণ হবে বিজেপির! কি বলছে ‘গ্রাউন্ড রিপোর্ট’

0
131

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা সহ বিজেপির সব কেন্দ্রীয় নেতার দাবি বাংলায় বিজেপি ২০০-র বেশি আসনে জিতবে।২০২১-এ টিএমসি ‘সাফ’, ২০০র বেশি আসন নিয়ে ‘সোনার বাংলা’ গড়বে বিজেপি। ভোটের বহু আগে থেকে বিজেপির ছোট বড় মাঝারি সব নেতাই শুনিয়েছেন এই বিষয়ে নাকি তারা নিঃসন্দেহে।

bjp party |  newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রীয় নেতৃত্বেরও দাবি ২০০ আসন নাকি বিজেপি পাচ্ছেই। মোদি, অমিত শাহ, নাড্ডা সকলেরই একই দাবি।
২০০ আসন নিয়ে বাংলা দখল। এই দাবি ঠিক কতটা সফল হবে! কি বলছে গ্রাউন্ড রিপোর্ট! বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট-ই বা কি বলছে!আপাতত যা জানা গিয়েছে, এই মাটির রিপোর্টের জন্যই বেতিব্যস্ত হয়ে উঠেছেন শাহ নাড্ডা সকলে। স্বপ্ন এবং বাস্তবের সমন্বয় রক্ষা করা যাবে কিনা সে প্রশ্ন ঘুরছে বিজেপির অন্দরে।

আরও পড়ুনঃ ‘আত্মরক্ষার্থে’ চালানো গুলি লাগল মৃতের পিঠে! শীতলকুচি কাণ্ডে ময়নাতদন্ত রিপোর্ট ঘিরে উঠছে প্রশ্ন

কেন্দ্রীয় নেতৃত্ব এতটাই সংশয়ে যে যুদ্ধকালীন তৎপরতায় রিপোর্ট দিতে বলা হয়েছে বুথ ও ওয়ার্ড ইনচার্জদের। শুধু দলীয় রিপোর্ট নয়, বেশ কিছু বেসরকারি সংস্থাকে দিয়ে সমীক্ষা করিয়ে সে তথ্য সংগ্রহ করেছেন শাহ। তারপর সব মিলিয়ে কষা হবে হিসেব।রাজ্য নেতৃত্বের অনেকের গলাতেই সংশয়ের সুর শোনা যাচ্ছে দলের ভেতরে। তিন অঙ্ক তো দূরের কথা মুখরক্ষা করার মত দুই অংকের আসন কব্জা করতে পারলেই হয়- এমনও বলছেন কেউ কেউ।

আর শুধুই তো বাংলা নয়! বাকি যে পাঁচ রাজ্যে ভোট চলছে, তার সবকটি নিয়েই যথেষ্ট আশঙ্কায় বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। এখন যদি পাঁচটি রাজ্য থেকেই শূন্য হাতে ফিরতে হয় তবে তো সমূহ বিপদ!দলীয় সূত্রেই জানা যাচ্ছে, তেমন ‘আশাব্যঞ্জক’ খবর এখনও বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছায়নি। যাবতীয় প্রাপ্ত তথ্য নিজে বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই দলীয় সূত্রে যা গিয়েছে।

আরও পড়ুনঃ শেষ দুদফার ভোট একদফায় সারা হোক, প্রস্তাব দুই বিশেষ পর্যবেক্ষকের

ভোট পাঁচ রাজ্যে হলেও কেরল, তামিলনাড়ু, পুদুচেরি নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বই খুব বেশি কিছু আশা করিনি। তাদের পাখির চোখ বাংলা ও অসম। এই দুই রাজ্যে যদি বিজেপি হারে তাহলে তো পাঁচে শূন্য! অসম নিয়ে রাজ্য নেতৃত্বই খুব একটা স্বস্তির মধ্যে নেই। বিভিন্ন জনমত সমীক্ষাগুলি থেকে আগেই প্রকাশ যে ইউপিএ জোট বেশ হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে।

বিজেপির ‘হর্স ট্রেডিং’ নীতি ভালোই জানা আছে তাই ভোটের ফল প্রকাশের অনেক আগে থেকেই কংগ্রেস ও এআইডিইউএফ প্রার্থীদের জন্য আলাদা হোটেল বুকিং করে রেখেছে দুই দলের নেতৃত্ব। ২০২১ ও ২২ বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ, এই বছর পাঁচ রাজ্যে ভোট। আগামী বছর আট রাজ্যে। তার মধ্যে আছে আবার পাঞ্জাবও। সব মিলিয়ে করোনার ভয়কে শিকেয় তুলে বাংলায় মোদির জনসভা ও সমাবেশ চালিয়ে যেতেই হচ্ছে ভাজপাকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here