নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
দিল্লি থেকে ফিরে আসা এক সিআরপিএফ জওয়ানের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। সোমবার রাতে কোচবিহার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এক সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। মৃত সিআরপিএফ জওয়ানের বাড়ি কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহে।
সম্প্রতি তিনি ভিনরাজ্যে তার কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরেছিলেন। সেকারণে এলাকায় মৃত্যুর খবর পৌঁছাতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,তিনি কয়েকদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ মৃত্যু হয় তার। জেলা প্রশাসন সুত্রে খবর, ওই ব্যক্তির করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।
আরও পড়ুনঃ তমলুকের সাংসদকে খুনের হুমকি, তদন্তে জেলা পুলিশ
পরিবার সূত্রে জানা গেছে, মৃত ওই জওয়ানের নাম রাজেন রায় লস্কর (৫৭)। চলতি মাসের ১২ তারিখ তিনি দিল্লি থেকে ফিরেছিলেন। সেখান থেকে ফিরে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। বাড়ি ফেরার পর একদিন কাজ করার সময় বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন। তারপর থেকেই জ্বর শুরু হলে ১৯ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এরপর গতকাল রাতে তার মৃত্যু হয়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584