মাথাভাঙ্গায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু সিআরপিএফ জওয়ানের

0
69

মনিরুল হক, কোচবিহারঃ

করোনার গ্রাসে গোটা দেশ তথা বাংলা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলার প্রতিটি জেলাতে কার্যত একই ছবি ও আতঙ্ক। তারেই মাঝে দুর্গাপুজা। তাতে একগুচ্ছ নিয়ম, সতর্কতা দেওয়া হলেও শহরতলি এলাকায় মানা হলেও গ্রাম্য এলাকায় তা মানা হচ্ছে না বলে অভিযোগ। করোনা নিয়ে যখন আতঙ্ক সর্বত্র। সেই সময় মাথাভাঙ্গায় হানা দিল ডেঙ্গু।

CRPF Jawan | newsfront.co
মৃত সত্যেন্দ্রনাথ বর্মন। নিজস্ব চিত্র

মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিআরপিএফ কর্মীর। ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। একে করোনা অন্যদিকে ফের ডেঙ্গুর থাবা। আতঙ্ক বাড়ছে এলাকায়।

Sukla Burman | newsfront.co
শুক্লা বর্মন, মৃতের কন্যা। নিজস্ব চিত্র

পুলিশ ও স্থানীয় জানা গেছে, মৃত সিআরপিএফ কর্মীর নাম সত্যেন্দ্রনাথ বর্মন। তার বাড়ি মাথাভাঙ্গা শহরের ময়নাতলী মোড় এলাকায়। জানা গেছে ওই সিআরপিএফ কর্মী কলকাতায় কর্তব্যরত ছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুনঃ নবমীর রাতে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, দশমীতে খুন বিজেপি কর্মী, উত্তপ্ত দিনহাটা

এরপর তাঁকে কলকাতায় একটি হাসপাতালে ভর্তি হয়। ওই ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে যায় এবং সেখান থেকে তাঁকে শিলিগুড়ি একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করেন। এরপর তার মৃত্যু হয়। ওই ঘটনায় শোকের ছায়া নেমে পরে পরিবারে।

মৃত সিআরপিএফ কর্মীর কন্যা শুক্লা বর্মন বলেন, কলকাতায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বাবা। এরপর সেখানেই একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তিনি।

এরপর আমরা পরিবারের সদস্যরা তাঁকে শিলিগুড়ির একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করি। ওনার হার্টেরও সমস্যা ছিল। কিছুদিন চিকিৎসার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here