অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ সবংয়ের ছেলে শ্যামল

0
32

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

লাদাখের পর অনন্তনাগ। ফের শহিদ হলেন আরো এক জওয়ান। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি হামলায় শুক্রবার শহিদ হলেন পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার দান্দরা গ্রামপঞ্চায়েতের সিংপুর গ্রামের সিআরপিএফ জওয়ান শ্যামল দে(২৮)। জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

administration | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার সকালে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের বিজেহেরায় হাই রোডের উপর টহলরত সিআরপিএফ জওয়ানদের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। বাইকে করে এসে ওই টহলদারি জওয়ানদের উপর হঠাৎ করে হামলা চালায় মুখোশধারী জঙ্গিরা। পাল্টা গুলি চালায় ভারতীয় জওয়ানরাও। তখন এলাকা ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। কিন্তু জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিআরপিএফ জওয়ান শ্যামল কুমার দে’র।

অপরদিকে, সেনা-জঙ্গি গুলির লড়াইতে স্থানীয় এক বালকের মৃত্যু হয়েছে বলেও সিআরপিএফ সূত্রে খবর।শহিদ শ্যামল কুমার দে’র সিংপুরের বাড়িতে মৃত্যুর খবর এসে পৌঁছালে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া! সারা রাজ্যে ও জেলা জুড়ে বীর শহিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ লাদাখে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা কংগ্রেস কর্মীদের

এদিকে জানা গেছে শহিদ জওয়ান শ্যামল দে ২০১৫ সালে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে সিআরপিএফের ৯০ নং ব্যাটেলিয়নে কাশ্মীরের অনন্তনাগে কর্মরত ছিলেন তিনি। শহিদ জওয়ানের পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে বাড়ি এসেছিল শ্যামল। তারপর থেকে বাড়ি আসেনি।

আরও পড়ুনঃ ২ জায়গায় করোনা পরীক্ষায় পৃথক রিপোর্ট, ৬ হাসপাতাল ঘুরে এনআরএসে মৃত্যু রোগীর

পরিবার সূত্রে জানা গেছে, শ্যামলের সঙ্গে শুক্রবার সকালেই বাবা বাদল দে’র বাড়ির কিছু জিনিসপত্র কেনার জন্য মোবাইলে কথা হয়। তারপর দুপুর ১টা ৩০মিনিট নাগাদ সিআরপিএফ অফিস থেকে ফোন আসে জঙ্গি হামলায় শহিদ হয়েছেন শ্যামল। ঘটনায় শোকের ছায়া নেমে আসে সবংয়ে। শ্যামলের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যসভার সাংসদ ডা. মানসরঞ্জন ভূইঞ্যাঁ, এলাকার বিধায়ক গীতা ভূইঞ্যাঁ।পরিবারকে সমবেদনা জানান তাঁরা।

অন্যদিকে শুক্রবার সকালে পুলওয়ামা জেলার ত্রালে সেনা আর জঙ্গির গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়েছে। এখানকার চেওয়া উল্লার গ্রামে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি চালায় ভারতীয় জওয়ানরা। সেই লড়াইয়ে তিন জঙ্গি খতমের খবর টুইট করে জানিয়েছে কাশ্মীর পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here