নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম শহরের রাণী বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের উদ্যোগে এবং মেদিনীপুর সায়েন্স সেন্টারের সহযোগিতায় জীববিদ্যা বিষয়ক একদিনের কর্মশালা ও সেমিনার অনুষ্ঠিত হলো শুক্রবার।বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় বিদ্যালয়ের দশম শ্রেণীর শতাধিক ছাত্রী অংশ নেয়।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পুষ্পলতা বারুই,সায়েন্স সেন্টারের কর্ণাধার সুচাঁদ পান, সায়েন্স সেন্টারের পক্ষে বিদ্যাসাগর বিদ্যাপীঠ বয়েজের প্রাক্তন শিক্ষক পূর্ণেন্দু মাজী,শালবনী নীচু মঞ্জরী গার্লস হাইস্কুলের শিক্ষিকা অনিন্দিতা শাসমল,বিদ্যালয়ের জীববিদ্যার শিক্ষিকা প্রতীতি চ্যাটার্জী সহ অন্যান্য শিক্ষিকারা। হাতেকলমে অনেক কিছু শিখতে পেরে খুশি কর্মশালায় যোগদানকারী শিক্ষার্থীরা।উল্লেখ্য বিদ্যালয়ের উদ্যোগে ইতিমধ্যে পদার্থ বিদ্যা ও রসায়নের বিদ্যার উপর এই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুনঃ বিজেপি বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584