নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ধানক্ষেত থেকে এক বৃদ্ধের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল-২ নং ব্লকের মালতীপুর-২ গ্রাম পঞ্চায়েতের হরিশপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গৌরাঙ্গ দাস (৫৫)।
বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, গোবিন্দপাড়া লাগোয়া আলাদিপুর গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ দাস একজন চাষি। গৌরাঙ্গ বাবুর ২ মেয়ে রয়েছে। বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী।
আরও পড়ুনঃ কড়া লকডাউন নিয়ে মালদহে ব্যবসায়ীদের গোষ্ঠী কোন্দল শুরু
বুধবার আলাদিপুরের পাশের গ্রাম হরিশপাড়ার এক কৃষক মাঠে জমি চাষ করার জন্য গেলে ধানক্ষেতের জলের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। গ্রামবাসীরা গৌরাঙ্গ দাসের মৃতদেহ সহজেই চিনতে পেরে তার বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে গৌরাঙ্গ দাসের এমন পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584