নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কুলিক নদীতে মঙ্গলবার সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কমলাবাড়ি গ্রামপঞ্চায়েত সদস্য ও কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবদুলঘাটার এক বাসিন্দা এদিন সকালে কুলিক নদীতে মাছ ধরার উদ্দেশ্যে গেলে এক ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভাসতে দেখেন। নদীতে মৃতদেহ ভেসে থাকার খবরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছুটে যান এলাকার বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় হাত কাটা গেল গাড়ি চালকের
স্থানীয় পঞ্চায়েত সদস্য অমল মন্ডল বলেন, “কুলিকে একটি মানুষের মৃতদেহ ভেসে ওঠার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখনও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি৷ খুন না আত্মহত্যাও তা এখনও পরিষ্কার নয়৷” বিষয়টি খতিয়ে দেখছে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584