বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ১

0
57

নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ

বাসের চাকার তলে পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম মন্টু মজুমদার (৫৮)। শুক্রবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের অন্তর্গত বাতাসি এলাকায়। জানা যায় এদিন বাতাসি শ্যামধনজোত এলাকার বাসিন্দা মন্টু মজুমদার বাতাসি থেকে দেবীগঞ্জের উদ্দেশ্যে যেতে বাতাসি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় শিলিগুড়ি থেকে দেবীগঞ্জ গামী বাসকে হাত দেখিয়ে দাঁড় করান। তিনি বাসে উঠতে না উঠতেই চালক দ্রুত গতিতে বাস ছাড়েন। এতে সামাল দিতে না পেরে বাসের তলায় পড়ে যান।

ঘটনাস্থল। নিজস্ব চিত্র

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় চালকের গাফিলতির জেরে মন্টু বাবু বাসের তলায় ঝুলে পড়েন। এমনকি এই অবস্থাতে প্রায় ১০০ মিটার তাকে হেঁচড়ানি দিয়ে বাসটি নিয়ে যায়। অবশেষে তিনি সামাল দিতে না পেরে বাসের পিছনের চাকার তলে পিষ্ট হন। ঘটনাস্থলেই মন্টু বাবুর মৃত্যু হয়।

নিজস্ব চিত্র
  1. পরে খড়িবাড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পলাতক চালকের তল্লাশি চলছে।
ঘাতক বাস। নিজস্ব চিত্র

এদিন এই ঘটনাকে কেন্দ্র করে বাতাসি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর জেরে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা বিক্ষোভ প্রদর্শন করে এবং প্রায় এক ঘন্টা শিলিগুড়ি-খড়িবাড়ি যানবাহনের যাতায়াত বন্ধ হয়ে পড়ে। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। অপরদিকে বিক্ষুব্ধ জনগণ খড়িবাড়ি থানায় গিয়ে খড়িবাড়ী-শিলিগুড়ি ও গলগলিয়া দেবীগঞ্জ-শিলিগুড়ি গামী বাস গুলির গতির দৌরাত্ম্য ও পরস্পর রেষারেষি জনিত বেপরোয়াভাবে চলাচল বিষয়ে অভিযোগ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here