নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, মৃত ব্যক্তির নাম রতন দাস(৪৫)। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার অন্তর্গত ভাকুড়ি ঠাকুরপাড়া ৩৪ নং জাতীয় সড়কের উপরে।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন মৃত রতন দাস ৩৪ নং জাতীয় সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি বালি ভর্তি ট্রাক্টর তার কাছে এসে পাল্টি খেয়ে যায়। বালির গাড়ি চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় রতন দাসের।
আরও পড়ুনঃ বল্লভপুর আদিবাসী পাড়াতে মুখ্যমন্ত্রী,সমস্যা শুনে সমাধানের আশ্বাস
কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যানচলাচল স্বাভাবিক করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584