নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আবারও পথ দুর্ঘটনায় মৃত ১আহত ২, ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ভান্ডার্বেরিয়াতে। স্থানীয় সূত্রে জানা যায় মেচেদা থেকে হলদিয়াগামী একটি তেল ট্যাংকার দ্রুত গতিতে যাওয়ার ফলে ৪১ নম্বর জাতীয় সড়কের ভান্ডার্বেরিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইককে ধাক্কা মারে, এরপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে সামনের একটি চার চাকার ছোট প্রাইভেট গাড়িতে ধাক্কা মারে ওই তেল ট্যাংকার,ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর,এবং আহত হয় দুইজন, এরপর স্থানীয়দের প্রচেষ্টায় আহত দুইজনকে উদ্ধার করে তমলুক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, এরপরে উত্তেজিত হয়ে পড়ে এলাকাবাসী,তবে মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে পথ দুর্ঘটনায় আহত এক পরীক্ষার্থী
খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গেলে, ক্ষিপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকাবাসীর অভিযোগ এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে কোন পুলিশি ভুমিকা নেই বললেই চলে, অন্যদিকে এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584